• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পিরোজপুরে অগ্নিকাণ্ডে কাপড়ের গোডাউন ভস্মীভূত

প্রকাশ:  ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০১
বরিশাল প্রতিনিধি

পিরোজপুরের স্বরূপকাঠি পৌর শহরের জগত্পট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথকাঠি বন্দরের মেসার্স সাইফুল ইসলাম কাপড়ের দোকানের গোডাউনসহ বসতঘর পুড়ে ভস্মীভুত হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে সংঘটিত ওই অগ্নিকাণ্ডে নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে গোডাউনের মালিক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে প্রতিবেশী আব্দুর রহিমের ছেলে রুমান শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে সাইফুলের গোডাউনে আগুন জ্বলতে দেখে। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘণ্টা পরে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডের সময় সাইফুল ইসলাম ও তার পরিবারের কেউই বাড়িতে ছিল না।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহায়তা করেন।

স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের লিডার মাসুদ হোসেন ও প্রতিবেশীরা জানান, বিদ্যুতের মিটারের স্থানে প্রথম দিকে বেশি আগুন জ্বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমেই আগুনের সুত্রপাত।

ইউএনওর নির্দেশে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

/পি.এস

বরিশাল,অগ্নিকাণ্ড

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close