• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরে অস্ত্রসহ জেএমবির শীর্ষ সদস্য গ্রেফতার

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৯ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪০
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানপুর থেকে অস্ত্র ও জিহাদি বইসহ জেএমবি সদস্য নজরুল ইসলাম ওরফে নুরুল্লাকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। সে দিনাজপুরের সদর উপজেলার খানপুর ভিতরপাড়া গ্রামের মৃত. ডা. আফতাব উদ্দিনের ছেলে।

র‌্যাব জানিয়েছে, আটক জঙ্গিসহ অন্যরা রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় একাধিক নাশকতার পরিকল্পনা করছিল।

সোমবার (১৮ ফেব্রুয়ারি)দুপুরে আটক ওই জেএমবি সদস্যকে কোতোয়ালি থানায় সোপর্দ করে একটি মামলা করেছে র‌্যাব। এর আগে রোববার রাতে সদর উপজেলার খানপুর বাজার এলাকা থেকে র‌্যাবের একটি বিশেষ দল এই সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩-এর দিনাজপুর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স ঘটনাটি নিশ্চিত করে জানান, সে দীর্ঘদিন ধরে আত্মগোপন থেকে সংগঠনের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, চাঁদা সংগ্রহ, অস্ত্র সংগ্রহসহ জেএমবির নানা কাজে জড়িত ছিল।

পিবিডি/জিএম

জেএমবি সদস্য,নজরুল ইসলাম,র‌্যাব-১৩,দিনাজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close