• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৪
সাতক্ষীরা প্রতিনিধি

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা শহীদ আব্দুর পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার জনস্রোতে পরিণত হয়।

শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে একুশের প্রথম প্রহর। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার বেদি।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন শোক র‌্যালি নিয়ে উপস্থিত হন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।

রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি। রাত ১২টা ১ মিনিট। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা সদর আসনের সংসদ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা ও দায়রা জজ এবং জজশীপের বিজ্ঞ বিচারকদের সঙ্গে নিয়ে প্রথমেই নিয়মানুযায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এরপর একে একে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিন্দিতা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনি আলম নুর প্রমুখ। এর পরেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মহিলা আওয়ামী লীগ, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের নাগরিকসহ কয়েক শতাধিক সংগঠন ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণ করেন।


পিবিডি/এসএম

সাতক্ষীরা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close