• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিয়ের আসর ছেড়ে পালালেন বর...

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৪
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুরে বাল্যবিয়ে করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ অভিযান চালান।

এ সময় বর ও কনে দু’জনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাজী মাহমুদুল হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কনের বাবা ফারুক শেখকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর এলাকায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বরের মামাবাড়িতে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট।পরে কনের বাবা ও মার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক আনিছুর রহমান, আশুতোষ চন্দ্র দাস, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।

/পিবিডি/পি.এস

সিরাজগঞ্জ,বিয়ে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close