• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানবতাবিরোধী অপরাধ মামলায় ৫ আসামী গ্রেফতার

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ২০:৩২
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকার হিসেবে মুক্তিযোদ্ধাদের ও এলাকার নারীদের পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে তুলে দেয়াসহ হত্যা, লুটতরাজ, বাড়িতে অগ্নিসংযোগে সহযোগীতা ও জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আইসিটিবিডি-১, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মিস কেস নং-১/২০১৯ এ গ্রেফতারী পরোয়ানা মূলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ বদরুল আলম খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) ফুলপুরে বিভিন্ন গ্রামে অভিযান চালায় ।

অভিযানে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী ফুলপুর উপজেলার মইশাউন্দা গ্রামের মোঃ গিয়াস উদ্দিন খান (৭৫), পূর্ব বাখাই গ্রামের মোঃ ওমেদ আলী (৭০), আবু সিদ্দিক (৭০), বনগাওঁ গ্রামের আব্দুল মালেক (৬৫) কে ও বুধবার বিকালে বড়ইকান্দি গ্রামের সৈয়দ বদিউর রহমান বনু (৭২)কে গ্রেফতার করেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ বদরুল আলম খান মানবতাবিরোধী অপরাধ মামলার আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

পিবিডি/আর-এইচ

ময়মনসিংহ,মানবতাবিরোধী অপরাধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close