• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা: নিহত সেলিমের মরদেহ গ্রামের বাড়িতে

প্রকাশ:  ২৮ মার্চ ২০১৯, ১৪:২৪
চাঁদপুর প্রতিনিধি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোজাম্মেল হক সেলিমের মরদেহ ঘটনার প্রায় দু’সপ্তাহ পর তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

এর আগে বিমানযোগে তার মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। তার বাড়িতে বাড়ীতে এখন শোকের মাতম। উপজেলার খাদের গাঁও ইউনিয়নের হুরমাহিশা গ্রামে মিয়াজী বাড়ীতে গিয়ে দেখা যায় মৃত্যুর খবর শুনে মা আমেনা বেগম এখন অনেকটা বাকরুদ্ধ। ছেলের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে।

সেলিমের বড় ভাই শাহাদাত হোসেন মিজি জানান, তার ছোট ভাই সেলিম গত সাড়ে ৩ বছর অর্থাৎ ২০১৫ সালে নিউজল্যান্ডে পড়ালেখার জন্য গিয়েছেন। দেশে একটি প্রাইভেট মেডিকেলে ডেন্টাল এ পড়াশুনা শেষ করে। উচ্চ শিক্ষার জন্য তাকে তারা ৩ ভাই মিলে মতলব নারায়নপুর অগ্রনি ব্যাংক লি. শাখা থেকে প্রায় ২০ লাখ টাকা ঋন নিয়ে বিদেশে পাঠান।

তিনি আরও বলেন, শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা থেকে সেলিমের ইমো নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারেন সে সন্ত্রাসী হামলায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বাদ জোহর গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


পিবিডি/এসএম

নিউজিল্যান্ড,ক্রাইস্টচার্চ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close