• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিদ্যুৎ চমকানোর বিশ্ব রেকর্ড!

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:২৯ | আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০০:৩৫
পূর্বপশ্চিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যের আকাশে একযোগে বিদ্যুৎ চমকানোর ঘটনায় নতুন বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম বিদ্যুৎ চমকানোর ঘটনা বলে নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা। ২০২০ সালের এপ্রিলে দেশটির ৩টি রাজ্যে বজ্রপাতে সৃষ্টি হওয়া ওই বিদ্যুতের ঝলক ৭৬৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ওই বজ্রপাতটি টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপি অঙ্গরাজ্যের ৪৭৭ দশমিক ২ মাইল বা ৭৬৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘ বজ্রপাত বা বৈদ্যুতিক ঝলকানির রেকর্ড।

এর আগে বিশ্বের দীর্ঘ বৈদ্যুতিক ঝলক বা বজ্রপাতের রেকর্ড ছিল ব্রাজিলের। ২০১৮ সালে হওয়া ওই বজ্রপাত দেশটির ৪৪০ দশমিক ৬ মাইল দীর্ঘ (৭০৯ কিলোমিটার) এলাকায় ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, বজ্রপাতের সময় বিদ্যুৎ চমক সাধারণ ১০ মাইলের বেশি দীর্ঘ হয় না এবং এটি এক সেকেন্ডেরও কম সময় স্থায়ী হয়।

তবে ২০২০ সালে উরুগুয়ে ও আর্জেন্টিনায় একটি বজ্রপাতের ঝলক সৃষ্টি হয় যেটি ১৭ দশমিক ১ সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর আগের রেকর্ড ছিল ১৬ দশমিক ৭ সেকেন্ডের।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) আবহাওয়া ও চরম ভাবাপন্ন জলবায়ু বিষয়ক র‌্যাপোর্টার অধ্যাপক র‌্যান্ডেল সার্ভেনি বলেন, বিদ্যুৎচমকের ঘটনার অস্বাভাবিক রেকর্ড এগুলো।

পূর্বপশ্চিম- এনই

বিদ্যুৎ চমকানো,বজ্রপাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close