• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২২, ১৩:০৭
আন্তর্জাতিক ডেস্ক

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার (৯ অক্টোবর) সকালে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে ওয়াশিংটন ও টোকিওর নিরাপত্তা স্থিতিশীলতা ঝুঁকিতে পড়তে পারে। খবর আল জাজিরা।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো মার্কিন সামরিক হুমকির বিরুদ্ধে ‘নিয়মিত ও আত্মরক্ষামূলক’ ব্যবস্থা, পিয়ংইয়ং তেমনটিই দাবি করছে বলে শনিবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছিলো। যদিও এর একদিন পরই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো কিম জং উন প্রশাসন।

রোববারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছেছিলো। যেগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। এরমধ্যে প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে আর দ্বিতীয়টি এর ৬ মিনিট পর উৎক্ষেপণ করা হয়।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই মিত্র দেশ ও অংশীদারদের সঙ্গে শলাপরামর্শ শুরু করা হয়েছে। এসব একান্ত আলোচনায় পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাব’ গুরুত্ব পাচ্ছে।

তবে তোশিরো ইনো জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দুটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে পতিত হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর ধরন কেমন ছিলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এগুলো সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল কি না, সেটাও নিশ্চিত করা হবে।

এদিকে হাওয়াইভিত্তিক ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, কোরিয়া ও জাপান প্রজাতন্ত্রের প্রতিরক্ষার প্রতি মার্কিন প্রতিশ্রুতিগুলো এখনো শক্ত আবরণে রয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উত্তর কোরিয়া,ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র,উৎক্ষেপণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close