• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জাকারবার্গকে ‘মুরগি’ বললেন মাস্ক

প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৩, ১৯:৩৯
পূর্বপশ্চিম ডেস্ক
ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ/সংগৃহীত

মেটা ও ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে গত জুন মাসে মল্লযুদ্ধের (কেজ ফাইট) আহ্বান জানিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সের (টুইটার) মালিক ইলন মাস্ক। সেই আহ্বানে সাড়া দিয়ে আগামী ২৬ আগস্ট তারিখ নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন জাকারবার্গ। তবে সেই প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত কোনো কথা না বলায় মল্লযুদ্ধ থেকে সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী।

রবিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাগযোগমাধ্যম থ্রেডে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি লিখেন, “মাস্ক মল্লযুদ্ধের তারিখ নিয়ে আন্তরিক হলে, তিনি জানেন কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করা যাবে। অন্যথায় এখন এই বিষয় থেকে সরে দাঁড়ানো উচিত। তাছাড়া যারা খেলা নিয়ে আন্তরিক, তাদের সঙ্গে আমি প্রতিযোগিতায় মনোনিবেশ করতে চাই।”

জাকারবার্গ আরও লিখেন, “মাস্ক কোনো তারিখ নিশ্চিত করেননি, তারপর আবার বলছেন যে তার সার্জারি করতে হবে, এখন আবার আমার বাড়ির পেছনের উঠোনে অনুশীলন রাউন্ড করতে চাইছেন।”

এর প্রতিউত্তরে সোমবার মাস্ক এক্স বার্তায় লিখেন, “জাকারবার্গ একা ‘মুরগি’।” একইসঙ্গে তিনি জানান, তাদের এই যুদ্ধটা একটা মহাকাব্যিক স্থানে অনুষ্ঠিত হবে।

মার্ক জাকারবার্গ,ইলন মাস্ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close