• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অভিনেত্রী তুনিশার ‘আত্মহত্যা’, সহ-অভিনেতা শেজান গ্রেপ্তার

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০২২, ১২:০৭ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:০৯
বিনোদন ডেস্ক

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার ‘আত্মহত্যার’ ঘটনায় সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, শেজানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। এই মামলার পরই তাকে গ্রেপ্তার করা হয়। খবর: এনডিটিভি।

শনিবার (২৪ ডিসেম্বর) মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি সিরিয়ালের শুটিং সেট থেকে তুনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গ্রেপ্তার শেজানকে সোমবার (২৬ ডিসেম্বর) আদালতে হাজির করবে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুটিংয়ে চা পানের বিরতি দেওয়া হয়েছিলো। পরে শুটিং সেটের সাজঘরে ২০ বছর বয়সী তুনিশার ঝুলন্ত দেহ পাওয়া যায়।

পুলিশ বলছে, অনেকটা সময় পেরিয়ে গেলেও তুনিশা সাজঘর থেকে বের হচ্ছিলেন না। পরে তারা সাজঘরের দরজা ভেঙে ফেলে। ভেতরে তুনিশার ঝুলন্ত দেহ দেখতে পায়।

রাত দেড়টার দিকে শুটিং সেটের সদস্যরা তুনিশাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তুনিশার সহকর্মীরা বলছেন, তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তের পর বলেছে, তারা আত্মহত্যার কোনো চিরকুট পায়নি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গ্রেপ্তার,সহ-অভিনেতা,অভিনেত্রী,আত্মহত্যা,তুনিশা শর্মা,শেজান মোহাম্মদ খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close