• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘প্রবাসীদের ভোটার হতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না’

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২২, ১৫:১৮ | আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৫:২২
অনলাইন ডেস্ক

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হতে দ্বৈত নাগরিকত্ব সনদ দেওয়া লাগবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিবাহ সূত্রে বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া বিদেশিদের ক্ষেত্রে এ দেশে ভোটার হতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব সনদ দিতে হবে।

এই পদক্ষেপে এখন দ্বৈতনাগরিকদের ভোটার হওয়ার পথ আরও সহজ হল।

বুধবার ইসি থেকে উপজেলা/থানা নির্বাচন পর্যায়ের রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে ‘দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে’ একটি নির্দেশনা পাঠানো হয়।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের আলোকে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন হবে না।

এ ছাড়া হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককেও এমন সনদ নেওয়ার প্রয়োজন হবে না।

চিঠিতে আরও বলা হয়, তবে বিবাহ সূত্রে বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া বিদেশিদের এ দেশে ভোটার হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব সনদ দিতে হবে।

উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালের দিকে ছবিসহ ভোটার তালিকা তৈরির শুরু হয়। বর্তমানে অন্তত ২০টি নাগরিক সেবা পেতে এনআইডি কার্ড প্রয়োজন হয়। কিন্তু শুরু থেকেই প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত হতে নানা ধরনের হয়রানির অভিযোগ আসছে। সবচেয়ে বেশি অভিযোগ দ্বৈত নাগরিকত্ব সনদ দেওয়াকে কেন্দ্র করেই।

পূর্বপশ্চিম/এনএন

ভোটার,অভিবাসী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close