• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘরে বসেই এসএসসির ফল জানা যাবে যেভাবে

প্রকাশ:  ২৮ জুলাই ২০২৩, ০১:৫৯
পূর্বপশ্চিম ডেস্ক

২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল শুক্রবার (২৮ জুলাই) প্রকাশ করা হবে।

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এছাড়া অনলাইন এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

অনলাইনে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

গত ৩০ এপ্রিল ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েক দিন পিছিয়ে যায়।

দেশে ও দেশের বাইরে ৩ হাজার ৮১৮ কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

এসএসসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close