• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পার্বত্য এলাকায় কোনও শরনার্থী অবস্থান করতে পারবে না: বীর বাহাদুর উশৈসিং

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০
বান্দরবান প্রতিনিধি

পার্বত্য এলাকায় কোনও শরনার্থী অবস্থান করতে পারবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রোববার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা জানান মন্ত্রী।

বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য এলাকায় কোনও শরনার্থী থাকবে না, ভিনদেশি রোহিঙ্গাদের পার্বত্য এলাকা বাদ দিয়ে অন্য কোথাও জায়গা দেওয়ার কথা ভাবতে হবে প্রশাসনকে।

তিনি বলেন, আমাদের দে‌শের নাগরিক নয় এমন কোনও ব্যক্তিকে কেউ আশ্রয় প্রশ্রয় দেবেন না।

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জি টু) মেজর ইফতেখার হাসান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশসহ পুলিশ, আনছার, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।


পিবিডি/এসএম

বীর বাহাদুর উশৈসিং,পার্বত্য চট্টগ্রাম,বান্দরবান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close