• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‘ছবির বদলে ফিঙ্গার প্রিন্ট ব্যবহারের দাবি, নারীদের অধিকার বঞ্চিত করার ফন্দিফিকির’

প্রকাশ:  ২৫ মার্চ ২০২২, ১৬:৫০
নিজস্ব প্রতিবেদক

রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান কর্তৃক নারীদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমি রেজিস্ট্রেশন, ব্যাংক একাউন্ট, ওএমএস কার্ড, বয়স্ক নারীদের ভাতা কার্ড, বিধবা/স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা কার্ড ইত্যাদি ক্ষেত্রে নারীর ছবির বদলে ফিঙ্গার প্রিন্ট ব্যবহারের দাবিকে নারীদের অধিকার বঞ্চিত করার নোংরা ফন্দিফিকির বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এবং জাসদের সহযোগী নারী সংসগঠন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা।

শুক্রবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানের এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ধর্মের নামে নারীকে অধিকার বঞ্চিত করার সকল অপ্রয়াসের বিরুদ্ধে দেশের দেশের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ রাজনৈতিক ও সামাজিক শক্তি, নারী সমাজকে সোচ্চার হবার আহবান জানান।

তারা ধর্মের নামে নারীদের অধিকার বঞ্চিত করা, নারীদের অন্ধকার ও পশ্চাৎপদতায় ডুবিয়ে দেয়ার অপতৎপরতায় যুক্ত তালেবানী তেঁতুলবাদী শক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।

পূর্বপশ্চিম- এনই

জাসদ,নারী জোট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close