• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিএনপিই আমার শেষ ঠিকানা: সাক্কু

প্রকাশ:  ১৯ মে ২০২২, ২২:৫৩
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কুকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজীবন বহিষ্কার করার প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, ‘আমি দলকে বিব্রত না করার জন্যই স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। এরপরও দল আমার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিলে আমি আর কী বলবো? আমি গত ৪২ বছর ধরে বিএনপির রাজনীতি করি। বিএনপি আমার রক্তে মিশে আছে। দল যেই সিদ্ধান্তই নিক, আমি বিএনপিকে ছাড়ব না। আমি আমৃত্যু বিএনপির সঙ্গে থাকব। কারণ বিএনপিই আমার শেষ ঠিকানা। ’

বৃহস্পতিবার (১৯ মে) রাতে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের টানা দুই মেয়াদে মেয়ার হিসেবে দায়িত্ব পালন করা মনিরুল হক সাক্কু বলেন, ‘বৃহস্পতিবার আমার মনোনয়নপত্র বৈধ ষোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাধারণ সম্পাদকের থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্রটি কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর হাতে পোঁছানো হয়েছে। ’

২০১২ সালে প্রথম কুসিক নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক সমাজের ব্যানারে একবার এবং ২০১৭ সালে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু।

পূর্বপশ্চিম- এনই

কুমিল্লা সিটি,মনিরুল হক সাক্কু,সাক্কু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close