• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জাসদের বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

প্রকাশ:  ০১ অক্টোবর ২০২২, ২৩:৩৪
নিজস্ব প্রতিবেদক

মশাল মিছিলের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকাসহ সারা দেশের সব জেলা-উপজেলায় একযোগে এ উৎসব শুরু করেছে দলটি।

এ উপলক্ষে জাসদ ঢাকা মহানগর কমিটি বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ এবং সন্ধ্যায় নগরীর রাজপথে মশাল মিছিল করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। এ সময় বক্তব্য দেন দলের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বক্তব্যে হাসানুল হক ইনু সমাজবদলের বিপ্লবী সংগ্রাম ও গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, দুঃখ-কষ্ট ভোগ ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ইনু।

জাসদের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ইনু বলেন, ‘জাসদের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে যারা শহীদ ও প্রয়াত হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যারা এখনও জীবিত আছেন, তাদের শারীরিক সুস্থতা কামনা করি।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আগামী ৩১ অক্টোবর দলটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য ঢাকাসহ জেলা-উপজেলায় ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত জনসভা, আলোচনা সভা, পথসভা, সমাবেশ, মশাল মিছিল, মিছিল, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তখন সভাপতি হন আবদুল জলিল এবং আ স ম আবদুর রব হন যুগ্ম আহ্বায়ক।

জাসদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close