• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

কামালের নেতৃত্বে জোটে যাওয়া ছিল জীবনের বড় ভুল : কাদের সিদ্দিকী

প্রকাশ:  ০৩ জুন ২০২৩, ১১:৩৯
গাজীপুর প্রতিনিধি

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা এবং জোটে যাওয়া। আমি ওই ভুল থেকে একটা শিক্ষা নিয়েছি। বিএনপিকে আমি আরও ১০০ বছরে যতটা চিনতে না পারতাম জোটে গিয়ে মাস তিনেকে চিনতে পেরেছি। বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের দল। এখন খালেদা জিয়ারও বিএনপিতে তেমন একটা অবস্থান নেই, এখন সম্পূর্ণ তারেক রহমানের দল।

শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর জয়দেবপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে কৃষক শ্রমিক জনতা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন না জন্মালে আমরা যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ করতে পারতাম না। তাজউদ্দীনের যতখানি সম্মান, গুরুত্ব পাওয়ার কথা ছিল তার ১০ ভাগের এক ভাগ পেয়েছেন কি না আমার সন্দেহ।

তিনি বলেন, আওয়ামী লীগ একটি চৎমকার দল। আওয়ামী লীগের জন্য যারা জীবন দেয় বিপদের সময় আওয়ামী লীগ তাদের পোছেও না। আমি অতীতে দেখেছি আপনারা ভবিষ্যতে দেখবেন। আজ আওয়ামী লীগে যারা বড় বড় জায়গায় আছেন তাদের সবাই চাটুকার। ভালো কর্মী খুব একটা ভালো জায়গায় নেই। তিনি বলেন, হতে পারে আমরা মাথায় গামছা বেঁধে ডুবন্ত নৌকাকে টেনে টেনে নিয়ে যাব। গামছা ছাড়া ধানের শীষও চলে না, লাঙ্গলও চলে না, নৌকাও চলে না। সব কিছুতেই গামছা ওয়ালা লাগে।

কাদের সিদ্দিকী আরও বলেন, গাজীপুরে আজমত উল্লা দাঁড়িয়েছিলেন, সেই আজমত কিন্তু হেরে গেছেন। নির্বাচনের আগের দিন পর্যন্ত কেউ ভেবেছিল আজমত হারবেন? আজমতকে হারানোর দরকার ছিল আওয়ামী লীগের একদল লোকেরই।

কাদের সিদ্দিকী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close