• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২৩, ২১:৪১
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে সাবেক এ প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার শুরু করেন তারা।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিকাল ৫টার দিকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নেয়া হয় ম্যাডামকে। তিন ঘণ্টায় অস্ত্রোপচার শেষ হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।

আমেরিকা থেকে আসা ডাক্তারেরা তার লিভার সিরোসিস সংক্রান্ত জটিলতা সংক্রান্ত অস্ত্রোপচার করেছেন বলেও জানান তিনি। এর আগে, বুধবার (২৫ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিট ঢাকায় চিকিৎসা দিতে আমেরিকা থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছান।

প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন সাবেক এ প্রধানমন্ত্রী।

২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এর পর থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

খালেদা জিয়া,অস্ত্রোপচার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close