• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এনওসি ইস্যুতে পাপন

সিদ্ধান্ত পরিবর্তন হলে বিসিবি জানাবে, এটাই বলেছি বারবার

প্রকাশ:  ৩১ মার্চ ২০২৩, ২৩:২৮
স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হয়েছে শুক্রবার (৩১ মার্চ)। এরই মধ্যে খবর ছড়িয়েছে, সাকিব আল হাসানকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছুটি দেওয়া হয়েছে। ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে তিনি থাকবেন না। কিন্তু এ খবরকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।

তিনি বলেন, মত বদলেছি মানে? আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিলো আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের (সাকিব-মোস্তাফিজ-লিটন) ছেড়ে দেবো। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।

এ সময় এনওসি ইস্যুতে সাংবাদিকদের তিনি বলেন, আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। কিন্তু দিলে বিসিবি জানাবে।

সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই।

বাংলাদেশের তিন ক্রিকেটার এবার সুযোগ পেয়েছেন আইপিএলে। তাদের নিয়ে কি প্রত্যাশা করছেন এমন প্রশ্নে পাপন বলেন, খেলাবে কি না তাও জানি না। আপনি যদি নিশ্চয়তা দেন খেলাবে তাহলে একটা বলতে পারি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

এনওসি,আইপিএল,নাজমুল হোসেন পাপন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close