• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঈদের শুভেচ্ছা বার্তা দিল তিন ক্রিকেট বোর্ড

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৪, ২০:৩৮
পূর্বপশ্চিম ডেস্ক

সিয়াম সাধনার রমজান মাস শেষে বিশ্বের অনেক দেশে বুধবার (১০ এপ্রিল) মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ গুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলোতেও আনন্দের সাথে মুসলিমদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসব পালিত হচ্ছে। দেশ তিনটির ক্রিকেট বোর্ডও ঈদ পালন করা সকলকে শুভেচ্ছা জানিয়েছে।

পবিত্র রমজান মাস শেষে মঙ্গলবার (৯ এপ্রিল) অস্ট্রেলিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যার ফলে বুধবার সেখানে ঈদ পালন করছে দেশটির মুসলিম সমাজ। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ক্রিকেটার উসমান খাজার একটা ছবি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে।

সেখানে তারা একটি বার্তাও দিয়েছে। তারা লিখেছে, ‘ঈদ মুবারক, যারা খুব খুশি এবং শান্তিপূর্ণভাবে উদযাপন করছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

অস্ট্রেলিয়ার মতো এশিয়ার দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও ঈদ পালিত হচ্ছে। পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও জানানো হয়েছে ঈদের শুভেচ্ছাবার্তা।

শুভেচ্ছা বার্তা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও। ফেসবুকে সিংহলিজ ভাষার আদলে ঈদ মোবারক লেখা ছবি শেয়ার করা হয়েছে। বিশ্বব্যাপী মুসলমানদের শান্তি ও খুশির বার্তা দেওয়া হয়েছে ক্যাপশনে।

তবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে পূর্ণ হচ্ছে ৩০শে রমজান। আগামীকাল (১১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

ক্রিকেট,শুভেচ্ছা বার্তা,ঈদুল ফিতর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close