• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আইপিএলের জন্য মোস্তাফিজের ছুটি বাড়াল বিসিবি

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৪, ২১:২২
পূর্বপশ্চিম ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য জাতীয় দল থেকে আরও ছুটি পেয়েছেন মোস্তাফিজ। তার ছুটি বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, আগামী ৩ মে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের আগে দলে যোগ দেওয়ার কথা ছিল তার। আর আইপিএলে খেলার জন্য ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি পেয়েছিলেন তিনি। সেই ছুটির মেয়াদ আরও বাড়িয়ে দিল ক্রিকেট বোর্ড।

এবারের আইপিএলে বাংলাদেশ থেকে পারফর্ম করছেন একমাত্র মোস্তাফিজই। ফেলেছেন সাড়াও।

পাঁচ ম্যাচে নেমে তার অর্জন ১০ উইকেট। যা আসরে দ্বিতীয় সর্বোচ্চ। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান উইকেট পেয়ে একই অবস্থানে আছেন জাসপ্রিত বুমরাহ। আর ১১ উইকেট নিয়ে সবার ওপরে যুজবেন্দ্র চাহাল।

আর ভালো খেলার ধারাবাহিকতায় আইপিএলে আরও খেলার সুযোগ পেলেন কাটার মাস্টার।

ঘরের মাঠে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

১ মে পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে তবেই ফিরতে পারবেন মোস্তাফিজ। তার ছুটি বাড়ানোর বিষয়টি বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বোর্ড মাত্র একদিন তার ছুটি বাড়িয়েছে।

এর আগে, ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল বাঁ-হাতি এই পেসারের।

ক্রিকেট,বিসিবি,আইপিএল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close