• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘প্লিজ আমাকে বিরক্ত করবেন না’

প্রকাশ:  ৩০ আগস্ট ২০১৮, ১১:১৭
স্পোর্টস ডেস্ক

এশিয়াডে ৪০০ মিটারে রুপা পেলেও ২০০ মিটারে রেস শুরুর সময় পজিশন ঠিক না থাকায় লাল কার্ড দেখতে হয়েছিল হিমা দাসকে। রেস থেকে এভাবে বাতিল হতে হওয়ায় স্বভাবতই ভেঙে পড়েছিলেন ভারতের অাসামের এই স্প্রিন্টার।

এরপর অবশ্য মহম্মদ আনাস পুভাম্মা, আরোকিয়া রাজীবদের সঙ্গে ৪০০ মিটার মিক্সড রিলেতে দেশকে আরও একটা রুপা এনে দিতে সফল হিমা।

এশিয়ান গেমসে প্রথমবার এই ইভেন্টের আবির্ভাবেই চমক হিমাদের। কিন্তু এতো কিছুর পরেও ২০০ মিটারে ‘বাতিল’ হওয়ার দুঃখ ভুলতে পারছেন না তিনি। এর জন্য নিজের রাজ্যের মানুষদেরই দায়ী করেছেন হিমা।

মঙ্গলবার দিনের শেষে জাকার্তা থেকেই ফেসবুক লাইভে জানালেন, এখন গেমস চলাকালীন তাকে বিরক্ত না করতে।

হিমার মতে, তার উপর এখন পাহাড়প্রমাণ চাপ। আর তার জন্য তিনি দায়ী করেছেন অাসামের সংবাদমাধ্যমকেই। যেভাবে সোশ্যাল মিডিয়ায় তার নামে এমন অনেক কমেন্টস ছড়ানো হচ্ছে। যা মোটেই হজম করতে পারছেন না তিনি। দেশকে এভাবে একের পর এক পদক এনে দেওয়া অ্যাথলিটকে নিয়েও যেকোনও কুরুচিকর মন্তব্য কেউ করতে পারে, তা ভাবাও হয়তো কঠিন।

এর ফলে তার মনঃসংযোগ নষ্ট হচ্ছে বলেই দাবি হিমার।

/অ-ভি

বিরক্ত,এশিয়া,হিমা দাস,স্প্রিন্টার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close