• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩২ | আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫২
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদুল ইসলাম (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ফরিদুল ইসলাম অবৈধ পথে গরু পাচার করতে গিয়ে বিএসএফে গুলিতে নিহত হন বলে জানা যায়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা পুর্ব কাউয়ারচর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত ফরিদুল ঐ ইউনিয়নের হরিণধরা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার ভোরে ফরিদুল ইসলামসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল ভারত থেকে গরু পাচারের জন্য পূর্ব কাউয়ারচর সীমান্তের সীমানা পিলার ১০৫৭-৩ এস-টির কাছে যায়। এ সময় ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গীরা পালিয়ে গেলে বিএসএফ সদস্যরা ফরিদুলের মরদেহ নিয়ে যায়।

ফরিদুলের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছেন নিহত ফরিদুলের দুলাভাই শহিদ মওলা।

এ ঘটনায় দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘বিএসএফের গুলিতে ফরিদুল নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ হস্তান্তরের বিষয়ে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদারকে জানানো হয়েছে।’

মালপুর-৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আলি আনছার বলেন, ম‘রদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে কথা চলছে। তবে কখন তারা হস্তান্তর করবে, তা এখনও পর্যন্ত জানায়নি বিএসএফ।’

বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির মামুন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি জেনেছি। এ ধরনের ঘটনায় সাধারণত বিএসএফের পক্ষ থেকে আমাদের অবহিত করা হয়। কিন্তু রবিবার বিকাল পর্যন্ত তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।’

পূর্বপশ্চিমবিডি/জেএস

কুড়িগ্রাম,বিএসএফ,বিজিবি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close