• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কলেজ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২২, ২০:০৪ | আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২০:১৮
বরগুনা প্রতিনিধি

বরগুনা সরকারি কলেজের শিক্ষক অমর চন্দ্রের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে।

বুধবার (০৬ এপ্রিল) কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র এনামুল হক শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষ মতিউর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

গণমাধ্যমের হাতে আসা একটি ভিডিও চিত্রে দেখা যায়, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অমরচন্দ্র প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় ওই শিক্ষার্থী বেঞ্চ থেকে উঠে গিয়ে পেছনের দিকে বসেন। এছাড়া স্যারের এমন আচরণের বিষয়ে সহপাঠির সাথে কথোপকথনের একটি কল রেকর্ড এবং একজন ছাত্রকে দিয়ে বাজার করিয়ে আনার কিছু প্রমাণ প্রতিবেদকের কাছে সরবরাহ করেছেন শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের সরকারি অধ্যাপক শিরীন সুলতানা বলেন, আমার কাছেও স্যারের আচরণের বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ এসেছিল। কিন্ত ছাত্রীদেও ডেকে জিজ্ঞেস করলে তারা অস্বীকার করে। পরিচয় গোপন রাখার শর্তে এক ছাত্রী জানান, শুধু প্রাইভেটেই না শ্রেণিকক্ষেও তিনি আমাদের সাথে আপত্তিকর আচরণ করেন এবং গায়ে হাত দেন। আমরা খুবই বিব্রতবোধ করি। কিন্ত লজ্জায় কাউকে বলতে পারিনা।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অমর চন্দ্র বলেন, এসব মিথ্যা অভিযোগ। অনিয়মিত কিছু ছাত্র ভাইভা ও ইনকোর্সে ফুল মার্কস দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করেছিল। কিন্ত ফলাফল অনুসারে আমি মার্কস দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে এসব মিথ্যে বিষোদগার করছে। আমি বিষয়টি অধ্যক্ষ স্যারকে জানিয়েছি।

বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/আরএইচএস/এনজে

যৌন হয়রানি,অনৈতিক সুবিধা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close