• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গফরগাঁওয়ে আগুনে পুড়ল ৫ দোকান

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০২২, ১৬:৩৫
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে আগুনে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে অললী গ্রামের বাঁশতলীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানাযায়, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার পর তাইজুদ্দিনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন পাশের আসাদুল্লাহ, আসাদ মিয়া, ইদ্রিস আলী ও কালামের দোকানে ছড়িয়ে পড়ে। খোঁজ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে তিনটি মুদি দোকান, একটি ভ্যারাইটিসের দোকান ও দুইটা চা স্টল পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুদ্দীন মৃধা জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গফরগাঁও,আগুন,দোকান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close