• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘কুমিল্লার সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখাবে জনগণ’

প্রকাশ:  ২৫ নভেম্বর ২০২২, ১৭:০৭
কুমিল্লা প্রতিনিধি

গণসমাবেশে জনস্রোত ঠেকাতে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ফন্দি করছে বলে অভিযোগ করে ‌বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, কুমিল্লার জনগণ ফুঁসে উঠেছে। দ্রব্যমূল্যের দাম হু হু করে বেড়েছে। দেশ এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। সরকারকে জনগণ কুমিল্লার সমাবেশ থেকে লাল কার্ড দেখাবে। এই সরকারকে বিদায় নিতে হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা নগরের খন্দকার হক ম্যানশনের পঞ্চম তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শনিবার (২৬ নবেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের বিভিন্ন লোকজন বলছেন, খেলা হবে। এটা খেলা নয়, রাজনীতি। এই রাজনীতির মাধ্যমেই তারা দেশের ভেঙে পড়া অর্থনীতিকে মেরামত করতে চান।

তিনি বলেন, কুমিল্লা এখন উত্সবের নগরী। মুক্তিকামী জনতা সমাবেশের এক দিন আগ থেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছে। এটা দেখে অবৈধ সরকার ও তাদের মদদপুষ্ট পুলিশ বাহিনী কুমিল্লা বিভাগের বিভিন্ন স্থানে নারকীয় তাণ্ডব শুরু করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর ও হামলা করেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কুমিল্লা,খন্দকার মোশাররফ হোসেন,‌বিএনপি,জনগণ,লাল কার্ড,সমাবেশ,সরকার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close