• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘মদপান করে মন্দিরে প্রবেশ করে মাতলামি করা যাবে না’

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০২৩, ১৭:০০
চুয়াডাঙ্গা প্রতিনিধি

মদপান করে মন্দিরে প্রবেশ করে মাতলামি করা যাবে না বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বুধবার (৪ অক্টোবর) বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশ ও নিজস্ব স্বেচ্ছাসেবক পাহারায় থাকবেন। স্বেচ্ছাসেবকদের অবশ্যই নির্দিষ্ট ব্যাজ পরতে হবে। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে যার যার ধর্মীয় উৎসব সে সে সুন্দরভাবে পালন করবে। এ বিষযে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সার্বিক সহযোগিতা করবে।

তিনি বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসাতে হবে। ২৪ ঘণ্টা সিসি ক্যামেরায় মনিটরিং করা হবে। পুরুষ ও নারীরা আলাদা আলাদাভাবে মন্দিরে আসতে হবে। কেউ মাদক সেবন করতে পারবেন না। কোনো মসজিদের পাশে মণ্ডপ হলে নামাজ ও আজানের সময় মন্দিরে গান-বাজনা, বাদ্যযন্ত্র বাজানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চুয়াডাঙ্গা,মাতলামি,মদপান,মন্দির

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close