• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরে বাড়ি বাড়ি গিয়ে ফেরি করা হচ্ছে বিদ্যুৎ

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১৭:০৭
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আলোর ফেরিওয়ালা সেজে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ( গোবিন্দ্রপুর প্রধান কার্যালয়) এর সংশ্লিষ্টরা। শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া সদর উপজেলার আস্কারপুর ইউনিয়নের জাকিরপাড়া গ্রামের গ্রাহকের দুয়ারে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সদর উপজেলা, কাহারোল উপজেলা ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গবিন্দ্রপুর শাখার কর্মচারীরা সংযোগ দিচ্ছেন।ফলে বাড়িতে বসেই ফোন করলেই বিদ্যুৎ বিভাগের লোকজনেরা ৫শত ৫০ টাকার বিনিময়ে বিদ্যুতের সংযোগ দিয়ে যাচ্ছেন।শতভাগ বিদ্যুতায়নকৃত উপজেলার যে সব বাড়িকে বিদ্যুৎ সংযোগ বাদ পড়লেই তারাই শুধু নতুন ভাবে বাড়িতে বাড়িতে এসে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে।

সদরের জাকির পাড়ার মমিনুল ইসলাম জানান, আমাদেরকে বিদ্যুৎতের জন্য অতিরিক্ত কোন ফি প্রদান করতে হচ্ছে না । সময়ও বেচে যাচ্ছে অন্যদিকে বিদ্যুৎ অফিসের বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না।

একই গ্রামের কুরবান আলী জানান, বর্তমান বিদ্যুৎ বিভাগের আলোর ফেরিওয়লা নামক কার্যক্রম অনেক প্রশংসা কুড়িয়েছে বিদ্যুৎ বিভাগ। বর্তমান সরকারের এই কার্যক্রম প্রশংসার দাবিদার । প্রতিদিন বাদ পড়া বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে প্রায় ৩০টি পরিবারকে তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।

বিদ্যুৎ গ্রাহক রাকিব বলেন, কিছু দিন আগেও বিদ্যুৎ সংযোগ নিতে দীর্ঘ সময় লাগত। আমরা এ কর্মসূচির মাধ্যমে দ্রুততার সঙ্গে গ্রাহকদের সংযোগ দেয়ায় হচ্ছে। গ্রাহকদের সবোর্চ্চ সেবা প্রদানের লক্ষ্যে ঘরে ঘরে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জেনারেল ম্যানেজার প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন বলেন ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার লক্ষ্যে আমরা কর্মকর্তা-কর্মচারীরা মিলে গ্রাহকের বাড়ি বাড়ি যাচ্ছি। কোন হয়রানি নয়, আন্তরিকতার সঙ্গে সংযোগ প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।

এ সমিতির আওতায় সাতটি উপজেলার মধ্যে তিন উপজেলায় শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। এরপরও যদি কেউ সংযোগ না পেয়ে থাকেন, আমাদের সঙ্গে যোগাযোগ করা মাত্রই তাকে সংযোগ দেয়া হবে।

তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা এ সংযোগগুলো প্রদান করেছি। আলোর ফেরিওয়ালা নামক বিদ্যুৎ বিভাগের নতুন কার্যক্রম সত্যিই জনগণের মধ্যে অন্য রকম ভাবে সারা জাগিয়েছে। এতে করে অনেকটাই বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নীতি কমে যাবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে ।

পিবিডি/পি.এস

দিনাজপুর,বিদ্যুৎ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close