• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবলীগ নেতার জরিমানা

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৫
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের গোলডাঙ্গীর চর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত জাহাঙ্গীর আলম নামে এক যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান মো. হাফিজুর রহমান এ জরিমানা করেন।

এ সময় তার দুটি খননযন্ত্র ধ্বংস করা হয়। জাহাঙ্গীর ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান মো. হাফিজুর রহমান জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

/পিবিডি/পি.এস

ফরিদপুর,অবৈধভাবে বালু উত্তোলন,যুবলীগ নেতা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close