• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জামায়াতের সঙ্গ ত্যাগে ড. কামালকে বি. চৌধুরীর ‘আন্তরিক ধন্যবাদ’

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৩৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে অভিনন্দন জানিয়ে যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তিনি জামায়াতিদের সঙ্গে রাজনীতি করবেন না, আমাদের রাজনীতির সঙ্গে বিলম্বে হলেও ঐকমত্য পোষণ করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

রোববার (১৩ জানুয়ারি) বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে সাবেক রাষ্টপতি বলেন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্য প্রতিধ্বনি করে আমিও বলবো, বিএনপির উচিত হবে সংসদে বিরোধী দল হিসেবে তাদের সঠিক ভূমিকা রাখা। নিজেদের ভুল-ত্রুটি এবং সরকারের ভুল-ত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য।

তিনি বলেন, সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে এবং সংসদকে এই গণতন্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে, একদিকে বিরোধী দলের ভবিষ্যৎ, অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।

বি. চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশ মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এখনও যারা স্বাধীনতাবিরোধী তাদের চূড়ান্ত উপলব্ধির সময় এসেছে।

এসময় মহাজোটের সঙ্গে আলোচনা করে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার সব নেতাকর্মীকে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানান বদরুদ্দোজা চৌধুরী।

/পিবিডি/আরাফাত

ড. কামাল হোসেন,এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close