• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হিজলায় জব্দ ১০০ মণ জাটকা নিলামে

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ১৫:৫৪
বরিশাল প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে জব্দ করা ১০০ মণ জাটকা নিলাম করা হয়েছে। এ ঘটনায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রাশেদ এ আদেশ দেন। এর আগে, রোববার ভোরে হিজলা উপজেলার বাউশিয়া নদীতে অভিযান চালানো হয়। বরিশাল নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

    তিনি জানান, হিজলা থেকে একটি নৌকা বোঝাই করে ১৪ জন মৎস্য ব্যবসায়ী জাটকা নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে অভিযান চালিয়ে নৌকা ও জাটকাসহ ১৪ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল বাশার জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা জাটকা নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রির সিদ্ধান্ত হয় এবং আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ইউএনও আবু জাফর রাশেদ জানান, একই বিষয়ে দু’বার দণ্ডের নিয়ম না থাকায় আটক ১৪ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে জব্দ করা জাটকা নিলামে ১০ জন ব্যবসায়ীর অংশগ্রহণে সর্বোচ্চ দর ২ লাখ ৭ হাজার টাকায় বিক্রি করা হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close