• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভৈরবে বিএনপির ৭ নেতা কারাগারে

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৩
ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির সাত নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ২৯ অক্টোবর ভৈরব থানা পুলিশ ১৮ জন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ২৫০ জনকে আসামি করে একটি গায়েবি মামলা করে।

এজাহারে উল্লেখ ছিল বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা স্থানীয় বিএনপির বাসস্ট্যান্ড অফিসে গোপন বৈঠক করে ভৈরব এলাকায় নাশকতার ষড়যন্ত্র করছিল। এই মামলার পর ১৮ জন বিএনপি নেতা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করলে মহামান্য হাইকোর্ট তাদেরকে ৬ সপ্তাহের জামিন দেন।

মঙ্গলবার সকালে জামিনপ্রাপ্তদের মধ্য ৭ জন কিশোরগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজিরা দিলে আদালতের ম্যাজিস্ট্রেট তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেয়।

এরা হলো ভৈরব উপজেলা যুবদল সভাপতি জুবায়ের আফজাল, সাধারণ সম্পাদক সহীদুল হক ইমন, পৌর যুবদল সভাপতি হানিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক মোঃ আরমান, ৮ নং পৌর ওয়ার্ডের সভাপতি রাজু আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ আক্তারুজ্জামান এবং বিএনপি নেতা মোঃ নুরুজ্জামান।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জানান, আমিসহ ১৮ জন একটি গায়েবি মামলার আসামি হয়ে উচ্চ আদালত থেকে আমরা সবাই ৬ সপ্তাহের জামিন পায়। জামিনের নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ৭ জন কিশোরগঞ্জের জুডিশিয়াল আদালতে হাজির হয়ে মঙ্গলবার জামিন প্রার্থনা করেন। কিন্ত আদালত তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।

/পি.এস

ভৈরব,কারাগারে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close