• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হোন্ডার ই-বাইক

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০১৯, ১৫:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

জাপানি যানবাহন নির্মাণ সংস্থা হোন্ডা নতুন কনসেপ্ট ইলেকট্রিক মোটরসাইকেল সামনে নিয়ে এসেছে। টোকিও মোটর শোতে এই কনসেপ্ট সামনে আনলো প্রতিষ্ঠানটি। এই মোটরসাইকেলে থাকছে মুজেনের তৈরি নতুন ইলেকট্রিক মোটর। দেখে মনে হয়েছে হোন্ডার সিআরএফ২৫০আর মোটরসাইকেলের চ্যাসিস ব্যবহার হয়েছে কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইকে।

এখনও এই ইলেকট্রিক মোটরসাইকেলে ফিচার ও স্পেসিফিকেশন ঘোষণা করেনি জাপানের কোম্পানিটি। এই বছরের শেষে বাণিজ্যিকভাবে ইলেকট্রিক মোটরসাইকেল তৈরি শুরু করতে পারে হোন্ডা।

এই মোটরসাইকেলে থাকবে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। ম্যাক্সেল এই ব্যাটারি তৈরী করছে। ম্যাক্সেল জাপানের জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক কোম্পানি।

কনসেপ্ট বাইকের ইলেকট্রিক মোটর ও ইনভার্টারে থাকছে লিকুইড কুলিং। তবে কবে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রি শুরু হবে তা জানায়নি হোন্ডা।

ইলেকট্রিক মোটরসাইকেল ভবিষ্যতে বিশ্বের রাস্তা কাঁপিয়ে বেড়াবে। তাই সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেল জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারী সংস্থা হোন্ডা।


পিবিডি/এসএম

হোন্ডা,মোটরসাইকেল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close