• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অগ্নিসংযোগের জন্য বিএনপিকে দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:  ২৯ জুলাই ২০২৩, ২৩:৪৬
পূর্বপশ্চিম ডেস্ক

দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি ও কয়েকটি রাজনৈতিক দল নানা কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৯ জুলাই) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “বিএনপি নেতারা তাদের কর্মীদের অগ্নিসংযোগ করতে উসকানি দিচ্ছেন। তাদের কর্মসূচি পালনে সরকারের কোনো বাধা নেই। তবে কোনো অগ্নিসংযোগ, অপরাধমূলক কার্যকলাপ এবং জনসাধারণের অসুবিধা হলে আমাদের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।”

তিনি বলেন, “শনিবার বিএনপি নেতাকর্মীরা ছয়টি বাস ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। কর্তব্যরত অবস্থায় ৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

গত কয়েকদিন ধরে দেশের জনগণকে ভোগান্তিতে ফেলতে নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, “শুক্রবার তাদের একটি বড় কর্মসূচি ছিল এবং তার আগেও তারা সারাদেশ থেকে নেতা-কর্মীদের ঢাকায় নিয়ে এসেছে।”

কর্মীদের অগ্নিসংযোগে উদ্বুদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এইমাত্র বিএনপি নেতা নিপুণ রায়ের একটি ফেসবুক ভিডিও থেকে একটি অডিও ক্লিপ শুনেছি। ভিডিওতে তিনি বলেছেন, আপনি আগুন লাগিয়েছেন, আমাদের দেখাতে হবে।”

“বিএনপির নেতারা এ ধরনের কাজে উৎসাহ দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই,” যোগ করেন তিনি।

বিএনপি নেতা আমানউল্লাহ আমানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ তাকে আটক করেনি। তিনি রাস্তায় পড়ে গিয়েছিলেন।”

এ পর্যন্ত বিএনপির ৭০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে সোমবার দেশের সব মহানগরে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

শনিবার রাজধানীর গুলশানে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close