• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেনাপোলে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১৭:৩৩
বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ (এক কেজি ৭৪৯ গ্রাম) মনিরুল ইসলাম (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১ দিকে ইছামতি নদীর তীরের ২৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে পাচারকারীকে আটক করে বিজিবি।

আটক মনিরুল স্থানীয় পুটখালী উত্তরপাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করার জন্য যশোর থেকে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালী গ্রাম দিয়ে ইছামতি নদীর দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুল ইসলামকে আটক করে। আটক স্বর্ণের বাজার মৃল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে স্বর্ণের বারগুলো পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইব্রাহিম এর নিকট হতে সংগ্রহ করে পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। বিনিময়ে সে মাত্র এক হাজার টাকা পাবে বলে জানায়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এএইচপি/এনজে

অভিযান,পাচারকারী,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close